ধৈর্যের সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন – প্রধানমন্ত্রী

শীর্ষরিপো্র্ট ডটকম। ২  জুলাই  ২০১৬

ধৈর্যের সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন – প্রধানমন্ত্রী

ধৈর্যের সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন – প্রধানমন্ত্রী

গুলশানে হলি আর্টিসান রেস্তোরাঁয় হামলা ও বিদেশি নাগরিকদের জিম্মির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । যে কোনো মূল্যে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি। ধৈর্য সহকারে শান্তিপূর্ণভাবে পুরো পরিস্থিতি সামাল দেওয়ার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন তিনি। শুক্রবার রাতভর জেগে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি কূটনৈতিক যোগাযোগও অব্যাহত রেখেছেন বলে জানা গেছে।

জিম্মিদের নিরাপদে মুক্ত করার পাশাপাশি, বিদেশি কূটনীতিকদের আবাসস্থলের নিরাপত্তা জোরদার করাসহ পদস্থ কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে বেশ কয়েকটি জরুরি নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা হয়।

 

 

 

Related posts