শীর্ষরিপো্র্ট ডটকম। ২৯ মে ২০১৬
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব উপকূলে গ্রীষ্মমন্ডলীয় ঝড় বন্নির সৃষ্টি হয়েছে। এতে অনেক আমেরিকান সমুদ্র তীরে মেমোরিয়াল দিবসের দীর্ঘ ছুটি কাটানোর পরিকল্পনা বাদ দিচ্ছেন।
দক্ষিণ ক্যারোলাইনার উপকূলীয় এলাকাগুলোতে ভারী বর্ষণ হচ্ছে। জাতীয় হারিকেন সেন্টার (এনএইচসি) সতর্কবাণী করেছে, শনিবার সন্ধ্যা বা রোববার ভোরের দিকে এটি টর্নেডোতে রূপ নিতে পারে।
মায়ামি ভিত্তিক এনএইচসি’র এক বুলেটিনে বলা হয়েছে, বন্নি গ্রীনিচ সময় ২১ টায় দক্ষিণ ক্যারোলাইনার চার্লসটনের ১২৫ মাইল দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল এবং সেখানে ঘন্টায় সর্বোচ্চ ৪০ মাইল বেগে ঝড় বয়ে যাচ্ছে।
এটি ঘন্টায় ১০ মাইল বেগে উত্তর-পশ্চিমাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। রাজ্যের বিভিন্ন অংশে গ্রীষ্মমন্ডলীয় ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।
এনএইচসি জানায়, বন্নির প্রভাবে দক্ষিণ ক্যারোলাইনার পূর্বাঞ্চল থেকে উত্তর ক্যারোলাইনার উত্তর-পূর্বাঞ্চল পর্যন্ত কমপক্ষে পাঁচ ইঞ্চি বৃষ্টিপাত হতে পারে।