শীর্ষরিপো্র্ট ডটকম। ২৩ জুলাই ২০১৬
বাংলাদেশ এখন যুদ্ধের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন,জঙ্গি-সন্ত্রাসীরা দেশের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে এবং ইসলামের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এ যুদ্ধে হারা যাবে না।
শনিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে আহমদীয়া মুসলিম জামাত বাংলাদেশ আয়োজিত ‘জঙ্গিবাদের উত্থানে নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, তিন হাজার বছরের সংস্কৃতি, আট শ’ বছরের ইসলাম আর স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে জন্ম নেয়া বাংলাদেশ ধ্বংস করতে চায় জঙ্গিরা। এই যুদ্ধে কারও নিরপেক্ষ থাকার সুযোগ নেই। এই যুদ্ধে জিততে হলে কেবল জঙ্গিদের নয়, তাদের পৃষ্ঠপোষকদেরও ধ্বংস করতে হবে।
তিনি বলেন, জঙ্গিরা মানুষের ঐক্য ভয় পায়। তাই তারা ঈদের জামাত, মেলা, উৎসব ও সিনেমা হলে হামলা চালাচ্ছে।
হাসানুল হক ইনু বলেন, ‘জঙ্গিবাদ মোকাবিলায় উন্নত দেশগুলোও হিমশিম খাচ্ছে। গুলশান, শোলাকিয়ায় আমরা হোঁচট খেয়েছি। কিন্তু আমরা পথ হারব না।’