দেশের বিভিন্ন স্থানে শুক্রবার দুর্ঘটনায় ঝরল ১৮ প্রাণ

শীর্ষরিপো্র্ট ডটকম । ১৬   সেপ্টেম্বর   ২০১৬

দেশের বিভিন্ন স্থানে শুক্রবার দুর্ঘটনায় ঝরল ১৮ প্রাণ

দেশের বিভিন্ন স্থানে শুক্রবার দুর্ঘটনায় ঝরল ১৮ প্রাণ

দেশের বিভিন্ন স্থানে শুক্রবার সড়ক দুর্ঘটনা ও  হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের চারজনসহ আটজন নিহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া : জেলার বিজয়নগরে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে শিশুসহ আটজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার শশইয়ে এ দুর্ঘটনা ঘটে।

বিশ্বরোড হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন ও বিজয়নগর থানার ওসি আলী আরশাদ জানান, সিলেটগামী একটি মাইক্রোবাস ওই এলাকায় এলে ঢাকাগামী এনা পরিবহণের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের আট যাত্রী নিহত হন।

নিহতরা হলেন- মৌলভীবাজারের শমসেরনগর উপজেলার রূপপুর গ্রামের আবু সুফিয়ান (৩০), তার বাবা হাদিউর রহমান (৫৫), চাচা মোরশেদ মিয়া (৪০), চাচাত ভাই আলী হোসেন (১২), একই গ্রামের আবদুল হান্নান (৬০), আবদুল মুকিত (৭০), সায়েদুর রহমান (৪০) ও দরুদ মিয়া (৪৬)।

গাড়ির আরোহী শমসেরনগর উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল আলী জানান, তারা আবু সুফিয়ানের জন্য  পাত্রী দেখতে ঢাকার নাখালপাড়ায় যাচ্ছিলেন। মাইক্রোবাসের চালক গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

টাঙ্গাইল : জেলার কালীহাতী উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পুংলীতে বঙ্গবন্ধু সেতুসংলগ্ন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

গোড়াই হাইওয়ে থানার এলেঙ্গা ফাঁড়ির সার্জেন্ট জাহাঙ্গীর আলম জানান, লালমনিরহাটের পাটগ্রাম এলাকার একদল পোশাক শ্রমিক ঈদের ছুটি কাটিয়ে প্রভাতী-বনশ্রী পরিবহণের একটি বাসে করে গাজীপুরের সফিপুরে ফিরছিলেন। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে কালীহাতী উপজেলার পুংলী এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

আহত অবস্থায় ২১ জনকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয় বলে জানান সার্জেন্ট জাহাঙ্গীর আলম। নিহতরা হলেন- আসমা (৪০), মমিনুর (৪১), আসাদুল (১৫) ও রিপন (৩০)। তাদের সবার বাড়ি লালমনিরহাটের পাটগ্রামে।

মাদারীপুর : ঢাকা-বরিশাল মহাসড়কে বাস ও মাহেন্দ্রের (স্থানীয়ভাবে পরিচিত তিন চাকার যান) মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আরো ১৫ জন আহত হন।

 

শুক্রবার দুপুর ১২টার দিকে রাজৈর উপজেলার বড়ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। রাজৈর থানার এসআই নাজমুল হোসেন জানান, দুর্ঘটনায় আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- রাজৈরের মজুমদারকান্দি গ্রামের বেলাল শেখ (৫০), ইশবিপুর ইউনিয়নের হাসানকান্দি গ্রামের বাবুল (৩৫) ও শঙ্করদি এলাকার মেরিন আক্তার (২৭)। অপর আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে মাদারীপুর থেকে ঢাকাগামী একটি বাসরে সঙ্গে টেকেরহাট থেকে রাজৈরগামী মাহেন্দ্রের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে নেওয়ার পর দুইজন মারা যান। এ সময় আরো ১৫ জন আহত হয়।

গাইবান্ধা : জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় বরযাত্রীবাহী বাস খাদে পড়ে আনিছুর রহমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ যাত্রী।

শুক্রবার বিকেল পাঁচটার দিকে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের খোর্দ্দগোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনিছুর ওই ইউনিয়নের পুনতইর নামাচরপাড়া গ্রামের মফিজ উদ্দিন মিয়ার ছেলে।

মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান বিষয়টি নিশ্চিত করে জানান, বরযাত্রীবাহী একটি বাস উপজেলার কোচাশহর ইউনিয়ন থেকে মহিমাগঞ্জ যাচ্ছিল। পথে খোর্দ্দগোপালপুর এলাকায় বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আনিছুর রহমান মারা যান। আহত হন অন্তত ২৫ জন।

আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

কক্সবাজার :  উখিয়ার রেজু নদীসংলগ্ন সাগর মোহনায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত পাঁচজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে একজনের মৃত্যু হয়। অপর চারজন চিকিৎসা শেষে হেলিকপ্টার কর্তৃপক্ষের কাছে রয়েছেন বলে জানা গেছে।

নিহত ব্যক্তি শাহ আলম ঢাকার একটি বিজ্ঞাপন সংস্থার কর্মকর্তা বলে জানা গেলেও বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে উখিয়ার রেজু নদীসংলগ্ন সাগর মোহনার বালুচরে এসে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তারা এগিয়ে গিয়ে পাঁচজনকে উদ্ধার করেন।

 

খিয়া থানার ওসি আবুল খায়ের জানান, উদ্ধার হওয়া পাঁচজনকে হাসপাতালে নেওয়া হলে একজনের মৃত্যু হয়। তবে ঘটনার কারণ, হতাহতের পরিচয়ও জানা সম্ভব হয়নি। নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে থাকলেও অপর চারজন সম্পর্কে তিনি কিছু জানেন না।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ফেরদৌস আলী জানান, সাকিব আল হাসানকে নিয়ে এ হেলিকপ্টারটি ইনানি গিয়েছিল। ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে। সাকিব আল হাসান অক্ষত এবং নিরাপদে আছেন।

 

 

Related posts