শীর্ষরিপো্র্ট ডটকম। ৯ জুন ২০১৬
সাতক্ষীরা থেকে ঢাকায় এসেছেন বুধবার। বৃহস্পতিবার সকালেই নিজেকে ফিরে পাওয়ার লক্ষ্যে নেমে পড়তে হচ্ছে মুস্তাফিজুর রহমানকে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুই থেকে তিন সপ্তাহ ধরে চলবে এই পুনর্বাসন প্রক্রিয়া।
চোট নিয়েই আইপিএল থেকে ফিরেছেন কাটার মাস্টার। এখন নিজেকে সুস্থ করে তুলতে কঠোর পরিশ্রমও করতে হবে মুস্তাফিজকে। হ্যামস্ট্রিং ইনজুরির পাশাপাশি রয়েছে অ্যাঙ্কেলের নিচের দিকে ইনজুরি। তাছাড়া রয়েছে পুষ্টিগত সমস্যাও। যার ফলে গত ৫৫ দিনে দুই কেজি ওজন কমে গিয়েছে মুস্তাফিজের।
সর্বনিম্ন ৮ থেকে ১০ দিন ও সর্বোচ্চ তিন সপ্তাহ সময় লাগতে পারে মুস্তাফিজের সুস্থ হতে এমনটাই জানিয়েছেন বিসিবির ফিজিও-চিকিৎসকেরা। উল্লেখ্য, মুস্তাফিজের সুস্থ হওয়ার উপরেই নির্ভর করছে তার ইংল্যান্ডে সাসেক্সের হয়ে খেলতে যাওয়াটা। ঐদিকে সাসেক্সও মুস্তাফিজের পথ চেয়ে অধীর আগ্রহে বসে রয়েছে।