শীর্ষরিপো্র্ট ডটকম । ৮ জানুয়ারি ২০১৭
ঘন কুয়াশার কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
রোববার সকাল পৌনে ৮টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে ঘন কুয়াশার কারণে ভোর পৌনে ৬টার দিকে ওই রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়।
পাটুরিয়া ঘাট শাখা নৌ পুলিশের ইনচার্জ সামসুল আলম জানান, কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় নদী পথে নিকটবর্তী কোনও কিছু না দেখার কারণে ভোর পৌনে ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
পরে কুয়াশা কেটে যাওয়ার পর সকাল পৌনে ৮টার দিকে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়।