শীর্ষরিপো্র্ট ডটকম । ২০ জানুয়ারি ২০১৭
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
এছাড়া সারাদেশের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে।
দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
সারা দেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৩১ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটে।
সূত্র: আবহাওয়া অধিদফতর