শীর্ষরিপো্র্ট ডটকম । ০৯ আগস্ট ২০১৬
ত্বকের যত্নে ম্যাসাজ ক্রিম একটি জনপ্রিয় নাম। ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ত্বককে করে সুন্দর উজ্জ্বল করতে ম্যাসাজের বিকল্প নেই। চাইলে ঘরেই বানিয়ে ফেলতে পারেন নিজের ত্বকের উপযোগী ম্যাসাজ ক্রিম। রাসায়নিক উপকরণ নেই বলে এই ক্রিম আপনার ত্বকের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া করবে না। নিরাপদে ব্যবহার করতে পারেন ঘরের তৈরি ম্যাসাজ ক্রিম। তাহলে আসুন জেনে নেই কিভাবে ঘরে বানাবেন ম্যাসেজ ক্রিম-
যা যা লাগবে:
কালো আঙ্গুর, কমলা, স্ট্রবেরি, ভিটামিন ই তেল বা ভিটামিন ই ক্যাপসুল, কর্ণ ফ্লাওয়ার, অ্যালোভেরা জেল।
যা করবেন:
২ টি কমলার কোয়ার পেস্ট, ২ টা স্ট্রবেরি কুচি, ৪/৫ টা আঙ্গুর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। ১ টেবিলচামচ কর্ণ ফ্লাওয়ার এই জুসের সাথে যোগ করুন। এবার একটি পাত্রে মৃদু আচেঁ পানি গরম করতে দিন। গরম পানির মাঝে পেস্টের বাটিটি রাখুন।
পেষ্টটি ঘন হয়ে এলে নামিয়ে ফেলুন। এবার ১ টেবিলচামচ অ্যালোভরা জেল আর ভিটামিন ই তেল যোগ করুন। এই ক্রিমটি আপনি ফ্রিজে ৫/৭ দিন পর্যন্ত রাখতে পারেন।
যেভাবে কাজ করে :
স্ট্রবেরি, আঙ্গুর, কমলা ত্বকের ভিতর থেকে পুষ্টি দিয়ে থাকে। এই ফলগুলোতে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা আপানার ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে থাকে। এবং এর সাথে মুখের বলিরেখা, ব্রণের দাগ দূর করতে সাহায্য করে। অ্যালোভরা এবং ভিটামিন ই ক্ষতিগ্রস্ত ত্বককে ময়েশ্চারাইজার করে থাকে।