শীর্ষরিপো্র্ট ডটকম। ২৮ জুলাই ২০১৬
তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর বুধবার শতাধিক সংবাদ মাধ্যম বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে থাকা ধর্শীয় নেতা ফেতুল্লাহ গুলেনের সমর্থক বলে পরিচিত ১৭শ সেনা সদস্যকে বরখাস্ত করা হয়েছে। সূত্র রয়টার্স।
তুরস্ক সরকার বুধবার সবমিলিয়ে ১৩১টি সংবাদ মাধ্যম বন্ধ করে দিয়েছে। এর মধ্যে তিনটি সংবাদ সংস্থা, ১৬টি টিভি চ্যানেল, ৪৫টি পত্রিকা ও ১৫টি ম্যাগাজিন ও ২৯টি প্রকাশনা হাউজ রয়েছে। তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জেরে দমনাভিযানের অংশ হিসেবে দেশটির এসব গণমাধ্যম বন্ধের ঘোষণা আসলো
এছাড়া মার্কিন সংবাদ সংস্থা সিএনএন জানাচ্ছে, গত ১৫ জুলাইয়ের অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে বুধবার আরো ১৭ শ জনের বেশি সেনা সদস্যকে বরখাস্ত করা হয়েছে। এদের ১৬৮৪ জন সেনা ও ১৪৯ জন জেনারেল ও এডমিরাল রয়েছেন। এর আগে অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছিল ১৫ শ জনকে।
তুরস্কের সরকারি রেশমি গেজেটে বিভিন্ন গণমাধ্যম বন্ধ ও সামরিক বাহিনীর সদস্যদের বরখাস্তের এই খবর প্রকাশিত হয়েছে। তবে সেগুলোর নাম প্রকাশ করা হয়নি।
সামরিক অভ্যুত্থানের প্রচেষ্টার জেরে সামরিক বাহিনীর ১,৭০০ সদস্যকে অব্যাহতি দেয়া হয়েছে। এদের মধ্যে ১৪৯ জন জেনারেল এবং এডমিরালও রয়েছেন।
সরকারের অভিযোগ, এই অভ্যুত্থানের জন্য যুক্তরাষ্ট্রে নির্বাসিত তুর্কি ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন দায়ী। তবে তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। অভ্যুত্থানে অন্ততপক্ষে ২৪৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই হাজারেরও বেশি মানুষ।