শীর্ষরিপো্র্ট ডটকম । ৮ এপ্রিল ২০১৭
তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু সন্দ্বীপে নৌদুর্ঘটনায় হতাহতের ঘটনার তদন্ত এবং দোষীদের শাস্তির কথা বলেছেন ।
মুল সমুদ্রে নয়, স্টিমার থেকে নামার পরে তীর থেকে মাত্র একশ’ গজ দূরে নৌকা ডুবে এত মানুষের মৃত্যু কোনভাবেই মেনে নেয়ার বিষয় নয় উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় কোন মহলের দায়িত্বে অবহেলা ও গাফিলতির প্রমাণ পাওয়া গেলে তাদের বিচারের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে।
সন্দ্বীপে নিরাপদ নৌযোগাযোগ স্থাপনের দাবি এবং সম্প্রতি নৌদুর্ঘটনায় নিহতদের স্মরণে ঢাকাস্থ সন্দ্বীপবাসী আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তথ্যমন্ত্রী আজ এই শাস্তি দাবি করেন।
জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে বক্তারা কুমিরা-গুপ্তছড়া নৌরুটে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে দুই তীরে ভাসমান জেটি এবং নতুন জাহাজ সংযোজনের দাবি করেন ।
গত ২ এপ্রিল সন্দ্বীপের গুপ্তছড়া নৌরুটে মর্মান্তিক দুঘটনায় ১৮ জন প্রাণ হারান। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন কয়েকজন । সন্দ্বীপের তীর থেকে মাত্র একশ’ গজ দূরে জাহাজ থেকে নামা যাত্রীদের লালবোটটি উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
দুঘটনার জন্য সন্দ্বীপের মানুষ এবং উদ্ধার হওয়া যাত্রীরা ঘাট পরিচালনাকারীদের গাফিলতি এবং অধিক মুনাফা লোভীকে দায়ী করে শাস্তি দাবি করেন।
তথ্যমন্ত্রী বলেন, সন্দ্বীপবাসীর এই দাবি অত্যন্ত যোক্তিক। আজকের এই যুগে ভাসমান জেটি নির্মাণ অমূলক বিষয় নয়। এটি অত্যন্ত নগন্য দাবি উল্লেখ করে তিনি বলেন, সরকার দেশের মানুষের জানমালের নিরাপত্তার জন্য নানাভাবে কাজ করে যাচ্ছে। উপকূলীয় অঞ্চলের নৌপথে যাত্রী নিরাপত্তার জন্য নেয়া হয়েছে নানা পদক্ষেপ । তা থেকে সন্দ্বীপ কেন বঞ্চিত থাকবে ?
মন্ত্রী মর্মান্তিক এ নৌ দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
কাজী ইফতেখারুল আলম তারেকের উপস্থাপনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মোশাররফ হোসেন খাদেম, জাসদ নেতা নুরুল আখতার, ড. প্রশান্ত কুমার ব্যানার্জি, সালেহা বেগম, সামসুল কবির খান প্রমুখ। সন্দ্বীপবাসীর দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ।
উপস্থিত ছিলেন বিটিভির সাবেক মহাপরিচালক ও সচিব কবি আসাদ মান্নান, প্রকৌশলী আবুল কালাম আজাদ, প্রকৌশলী সফিকুল আলম ভূঁইয়া প্রমুখ।
এদিকে এ ঘটনার কারণ অনুসন্ধানে সন্দ্বীপ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. গোলাম জাকারিয়াকে প্রধান করে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মাহফুজুর রহমান মিতা।