ঢাকা পথে মোস্তাফিজ

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২২  আগস্ট ২০১৬

লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে কাঁধের অস্ত্রোপচার শেষে গত শুক্রবারই দেশে ফেরার কথা ছিল বাংলাদেশের বিস্ময় বালক মোস্তাফিজুর রহমানের। তবে অস্ত্রোপচারের ধকল কাটাতে আরো দুই দিন সেখানে ছিলেন কাটার মাস্টার। লন্ডন থেকে আজ সোমবার ঢাকা ফিরছেন তিনি। আর ঘণ্টা খানেকের মধ্যেই ঢাকায় পা রাখবেন তিনি।বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিক ম্যানেজার সজিব।

কাউন্টি খেলতে গিয়ে কাঁধের পুরোনো ইনজুরিতে নতুন করে ব্যথা পাওয়ায় শেষ পর্যন্ত অস্ত্রোপচার করাতে হয় মোস্তাফিজুর রহমানকে। প্রখ্যাত সার্জন অ্যান্ড্রু ওয়ালেসের তত্ত্বাবধানে ১১ আগস্ট (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় রাত ১০টায় (ইংল্যান্ডের স্থানী সময় বিকেল ৪টা) লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে ভালোভাবেই সম্পন্ন হয় কাটার মাস্টারের কাঁধের অস্ত্রোপচার।

আলাপকালে সজিব জানান, মোস্তাফিজ লন্ডন সময় রোববার সন্ধ্যা (বাংলাদেশ সময় রাত ১২টা) ঢাকার উদ্দেশে বাংলাদেশ বিমানে উঠেছেন। আজ সোমবার সকাল ১১.২৫ টায় হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে এসে পৌঁছানোর কথা।

 

Related posts