শীর্ষরিপো্র্ট ডটকম । ৬ জানুয়ারি ২০১৭
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গত রাত থেকে শুরু হওয়া যানজট এখনও কাটেনি। করোটিয়া থেকে চন্দ্রা পর্যন্ত ৩০ কিলোমিটার এলাকা জুড়ে গাড়ি চলছে ধীর গতিতে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে পুলিশ বলছে যানজট নিরসনে কাজ করছে তারা।
যাত্রী ও চালকরা জানান প্রচন্ড কুয়াশায়, গত মধ্য রাত থেকেই যানজট দেখা দেয়। সকাল হওয়ার সাথে সাথে এর তীব্রতা আরো বাড়তে থাকে। মহাসড়কের মির্জাপুর, পাকুল্যা, জামুর্কি, নাটিয়াপাড়া পাড়া ও করটিয়া এলাকায় ঢাকামুখী গাড়ী চলছে থেমে থেমে । দশ মিনিটের রাস্তা যেতে সময় লাগছে দেড় থেকে দুই ঘন্টা।
মহাসড়কে যানজটের কারণে মির্জাপুর ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেননি অনেক শিক্ষার্থী।