ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ফেনীতে ট্রেন-ট্রাক সংঘর্ষ

শীর্ষরিপো্র্ট ডটকম। ২১ জুলাই  ২০১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ফেনীতে ট্রেন-ট্রাক সংঘর্ষ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ফেনীতে ট্রেন-ট্রাক সংঘর্ষ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর রেলক্রসিং এলাকায় মালবাহী ট্রেন ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার দিবাগত রাত তিনটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ফেনীর মোহাম্মদ আলী এলাকা থেকে মহিফাল পর্যন্ত দীর্ঘ ২০ কিলোমিটার পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। এ ঘটনায় মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়লে চট্টগ্রামের সঙ্গে রেল ও সড়ক যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে যায়।

সেই সঙ্গে আটকা পড়ে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি। ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ অবস্থা লক্ষ্য করা গেছে।

ফেনী রেলওয়ে ষ্টেশন মাস্টার মাহবুবুর রহমান সকালে জানান, ট্রেনের ইঞ্জিন মেরামত করতে হচ্ছে, তাই একটু দেরি হচ্ছে।

তিনি জানান, উদ্ধারকারী ট্রেনটি লাকসাম রেলওয়ে জংশন থেকে ঘটনাস্থলে পৌঁছেছে। আশা করা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়ে যাবে।

 

 

 

Related posts