শীর্ষরিপো্র্ট ডটকম । ৪ জানুয়ারি ২০১৭
রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি (ডিসিসি) মার্কেট থেকে ফের আগুনের ধোঁয়া বের হতে দেখা গেছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আগুনের ধোঁয়া বের হতে দেখা যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।
ব্যবসায়ীদের অভিযোগ, গতকাল (মঙ্গলবার) ভালভাবে আগুন না নেভানোর কারণে আজ আবার আগুনের সূত্রপাত হয়েছে।
আরাফাত হোসাইন নামে এক ব্যবসায়ী জানান, গতকাল ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে না এনে অভিযান শেষ করেন। এর ফলে আজ আবার আগুনের ধোঁয়া বের হচ্ছে।
উল্লেখ্য, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ডিসিসি মার্কেটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিটের চেষ্টায় মঙ্গলবার সন্ধ্যায় ১৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।