ডিএমপি’তে ৮ পুলিশ কর্মকর্তার রদবদল

শীর্ষরিপো্র্ট ডটকম। ২২  জুলাই  ২০১৬

ডিএমপি’তে ৮ পুলিশ কর্মকর্তার রদবদল

ডিএমপি’তে ৮ পুলিশ কর্মকর্তার রদবদল

ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদ মর্যাদার আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এক প্রজ্ঞাপনে এই রদবদলের আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার এ এস এম হাফিজুর রহমান।

বদলিকৃত কর্মকর্তারা হলেন- মো. আমিনুল ইসলামকে কাউন্টার টেরোরিজমের যুগ্ম-পুলিশ কমিশনার, আলী আকবর শরীফকে প্রশাসন-ট্রাফিক পূর্ব বিভাগের সহকারী পুলিশ কমিশনার, মো. আরশাদ উল্লাহকে ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের সহকারী পুলিশ কমিশনার, মো. আব্দুল হাই মোল্লাকে প্রটেকশনের সহকারী পুলিশ কমিশনার, মো. ছায়দুল ইসলাম খানকে পেট্রোল-উত্তরা পূর্ব বিভাগের সহকারী পুলিশ কমিশনার, মো. জাহাঙ্গীর আলম সরকারকে পিওএম-পূর্ব বিভাগের সহকারী পুলিশ কমিশনার, মো. কামরুজ্জামান সরদারকে তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী পুলিশ কমিশনার ও মো. হান্নানুল ইসলামকে ডিপ্লেমেটিক সিকিউরিটির সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

 

Related posts