শীর্ষরিপো্র্ট ডটকম । ১৮ সেপ্টেম্বর ২০১৬
‘শ্রাবণ এসেছিলো গান নিয়ে’নামের একটি টেলিফিল্মে দেখা যাবে তারা হলেন আগুন, ডলি সায়ন্তনী, শুভ্র দেব, সিঁথি সাহা, মেহরাব ও পড়শি।
গানের সঙ্গে অনেকটা সময় ধরে আছেন, এবার একসঙ্গে অভিনয় করলেন ছয় কণ্ঠশিল্পী।
এটি আজ রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩৫ মিনিটে এনটিভিতে প্রচার হবে। ফারিয়া হোসেনের রচনায় টেলিছবিটি নির্মাণ করেছেন আরিফ খান। গেল ২৯ আগস্ট থেকে নাটকটির দৃশ্যধারণ শুরু হয় উত্তরার বিভিন্ন পার্ক, রাস্তা ও একটি শুটিং হাউজে।
ত্রিভূজ প্রেমের গল্পে গড়ে ওঠেছে এই টেলিছবির কাহিনি। এখানে দেখা যাবে ডলি সায়ন্তনীর প্রেমিক শুভ্র দেব। ডলির চরিত্রটি একজন সংগীতশিল্পীর। পারিবারিক জটিলতার কারণে তার বিয়ে হয় অন্য এক বন্ধুর সঙ্গে। ডলির আগের ভালোবাসার কথা জানার পরও স্বামী তাকে ভালোবাসেন। কিন্তু ডলি ভালোবাসেন শুভ্রকেই।
এখানে পড়শীকে দেখা যাবে ডলির ছোট বোনের চরিত্রে। আর পড়শীর বিপরীতে থাকবেন ক্লোজআপ ওয়ান তারকা মেহরাব। একটি বিশেষ চরিত্রে থাকবেন সিঁথি সাহা।
নাটকটিতে আবহসংগীত হিসেবে বাজবে এই পাঁচ শিল্পীর গাওয়া গান। ডলি সায়ন্তনীর ‘একলা হবো’ অ্যালবামের শিরোনাম-গানটি নাটকে যুক্ত হবে। এর পরবর্তী কাজ হবে আগামী ৪ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। এটি লিখেছেন ফারিয়া হোসেন।