জ্বরঠোসা সারানোর ২ টি উপায়

শীর্ষরিপো্র্ট ডটকম।  ১৬   মার্চ  ২০১৬

জ্বরঠোসা সারানোর ২ টি উপায়

জ্বরঠোসা

জ্বরঠোসার সাথে কম-বেশি অনেকেই পরিচিত। এই সমস্যাটি দেখা দেয় বিশেষ করে ঠোঁটের আশেপাশে, নাকে ও থুতনিতে।

এই সমস্যা হওয়ার কারণগুলো হল- মানসিক চাপ, ক্লান্ত বোধ করা , হরমোনের পরিবর্তন বিশেষ করে পিরিয়ডের সময়, জ্বর, ত্বকে কোন আঘাত, অতিরিক্ত সূর্যের তাপ ইত্যাদি। চলুন তাহলে জেনে নিই কীভাবে এই সমস্যা ২ টি উপায়ে সারিয়ে তুলতে পারবেন।

বরফ

জ্বরঠোসার ব্যথা, জ্বালা-পোড়া, ফুলে থাকা, লাল ভাব বরফের সাহায্যে সহজেই সারিয়ে তোলা যায়।

১। একটি পরিষ্কার কাপড়ে একটি বরফের টুকরো নিয়ে নিন।

২। আক্রান্ত স্থানে ১০-১৫ মিনিট বরফ রাখুন।

৩। প্রতি ৩ থেকে ৪ ঘণ্টা পর পর একই ভাবে বরফ লাগিয়ে নিন।

রসুন

রসুনে আছে নানা রকম এনজাইম যা অ্যান্টিব্যক্টেরিয়াল উপাদান হিসেবে কাজ করে। রসুন জ্বর ঠোসার ঘা রোধ করে থাকে, সাথে সাথে জ্বালা-পোড়াও কমায়।

১। একটি রসুন নিয়ে কেটে নিন

২। রসুনের কোয়া গ্রেট করে আক্রান্ত স্থানে লাগিয়ে নিন

৩। ১০ থেকে ১৫ মিনিট পর আক্রান্ত স্থান ধুয়ে ফেলুন

৪। প্রতিদিন ৩ বার এই উপায়ে রসুন আক্রান্ত স্থানে ব্যবহার করুন। রসুন ব্যবহার করার সময় আক্রান্ত স্থানে জ্বলতে পারে কিন্তু জ্বরঠোসা সারিয়ে তুলতে হলে একটু জ্বালা-পোড়া সহ্য করতে হবে।

 

 

 

Related posts