শীর্ষরিপো্র্ট ডটকম। ২৫ মে ২০১৬
জনগণের যে কোন জরুরি প্রয়োজনে সাড়া দিতে রাজধানীর বিভিন্ন স্থানে ‘প্যানিক বাটন’ স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
বুধবার বিকেলে গুলশান ইয়ুথ ক্লাবে রাজধানীর সিসিটিভি ক্যামেরা স্থাপন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
কমিশনার বলেন, শহরের বিভিন্ন স্থানে ‘প্যানিক বাটন’ স্থাপন করা হচ্ছে। জনগণ যে কোন প্রয়োজনে এই বাটন চেপে তাৎক্ষণিকভাবে পুলিশি সেবা পেতে পারে। খুব শিগগিরই এই ব্যবস্থা সম্পর্কে রাজধানীর জনগণকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়া হবে।
ডিএমপি প্রধান বলেন, ইতোমধ্যে আমরা এই সিসিটিভি ক্যামেরাগুলো দ্বারা ইটালিয়ান নাগরিক তাবেলা সিজারসহ গুরুত্বপূর্ণ মামলার সমাধান করেছি। আবদুল্লাহপুর থেকে গাবতলী পর্যন্ত বিভিন্নস্থানে ক্যামেরা স্থাপন করা হয়েছে। শুধু অপরাধী শনাক্ত নয়, যানজট নিয়ন্ত্রণেও এই কার্যক্রম সহায়তা করবে।
এই প্রকল্পের আওতায় ডিএনসিসি এলাকাগুলোতে সর্বাধুনিক কন্ট্রোল রুমসহ মোট ৩ হাজার স্থাপন করা হবে। ইতোমধ্যে ৬৪২টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ক্যামেরাগুলো ৩-১৬ মেগা পিক্সেল রেজুলেশনের উচ্চক্ষমতা সম্পন্ন।
আছাদুজ্জামান মিয়া বলেন, সুসংগঠিতভাবে বাংলাদেশে এই সিসিটিভি সার্ভিলেন্স কার্যক্রম এবারই প্রথম। যারা এই প্রকল্প বাস্তবায়নে সহায়তা করেছেন তাদের ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন, সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ প্রমুখ।