জঙ্গিবিরোধী অভিযান তেজগাঁও-কাটাসুরে

শীর্ষরিপো্র্ট ডটকম। ৫  আগস্ট ২০১৬

 

জঙ্গিবিরোধী অভিযান তেজগাঁও-কাটাসুরে

জঙ্গিবিরোধী অভিযান তেজগাঁও-কাটাসুরে

রাজধানীর তেজগাঁও ও মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় জঙ্গিবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে তেজগাঁওয়ের বেশ ক`টি এলাকায় এ অভিযান চলে।

রাত ২টার কিছু পর তেজগাঁও বিভাগের এডিসি ওয়াহেদুজ্জামান জানান, অভিযান এখনো শেষ হয়নি। কাটসুরের ছাত্রবাসগুলোসহ সন্দেহজনক ভবনে অভিযান চলছে। সন্দেহভাজন হিসেবে ১৫/১৬ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

 

Related posts