শীর্ষরিপো্র্ট ডটকম। ১ আগস্ট ২০১৬
গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার একমাস পূর্ণ হওয়া উপলক্ষে আজ রাজধানীসহ সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন করেছেন।
সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি পালিত হয়।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সারাদেশে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল আঞ্চলিক ও উপ আঞ্চলিক কেন্দ্রের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এতে অংশ নেন। এ মানববন্ধন ও সমাবেশে সংহতি জানিয়ে অন্যান্য প্রতিষ্ঠানও অংশগ্রহন করে।
ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. ইসমাইল খান সকালে বলেন, জঙ্গিবিরোধী যেকোনো কর্মকাণ্ডে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়, শিক্ষক, শিক্ষার্থীরা আগেও যেমন সক্রিয়ভাবে অংশগ্রহন করেছে ভবিষ্যতেও করবে।
শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে শত শত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এ কর্মসূচিতে অংশগ্রহন করে। ১১টায় মানববন্ধন শুরু হওয়ার কথা থাকলেও কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশে সকাল ৯টা থেকেই অনেকে স্বতস্ফূর্তভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সমবেত হতে শুরু করেন।