চীনের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় যাত্রাবিরতি

শীর্ষরিপো্র্ট ডটকম । ৭   জানুয়ারি  ২০১৭

চীনের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় যাত্রাবিরতি

চীনের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় যাত্রাবিরতি

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আফ্রিকা যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেছেন। শুক্রবার (৬ জানুয়ারি) রাত ১২টা ৫০ মিনিটের দিকে তিনি ঢাকায় অবতরণ করেন।

তাকে বহনকারী উড়োজাহাজটি বেইজিং থেকে আফ্রিকা যাওয়ার পথে জ্বালানি সংগ্রহের জন্য রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে অবস্থানের সময় তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বেইজিং থেকে আফ্রিকা যাওয়ার পথে তিনি রিফুয়েলিংয়ের জন্য ঢাকায় অবতরণ করেন। ওয়াং ই ৭ থেকে ১২ জানুয়ারি আফ্রিকার মাদাগাস্কার, জাম্বিয়া, তানজানিয়া, কঙ্গো ও নাইজেরিয়া সফর করবেন।

 

Related posts