চিকেন রাইস বল

চিকেন রাইস বল শীর্ষরিপো্র্ট ডটকম । ১ অক্টোবর ২০১৬ মোমো খেতে যাদের ভাল লাগে, এই খাবারটাও তাদের ভাল লাগবে। রেসিপি রুবিনা পারভিন এর। আমি মুল রেসিপি ঠিক রেখে কিছুটা বদলে নিয়েছি। উপকরণঃ • বাসমতী চাল-আধা কাপ • মুরগির কিমা -১ কাপ • আদা,রসুন বাটা -১ চা চামচ করে • সয়াসস -১ টেবিল চামচ • লবন –পরিমাণমতো • চিনি -২ চা চামচ • চিজ (মজারেলা) ছোট কিউব করে কাটা যত পিস বল হবে তত পিচ • গোলমরিচ গুঁড়া ১ চা চামচ • লেবুর রস- ১ চা চামচ • বাটার ১ টেবিল চামচ • কালার- পছন্দমতো(ইচ্ছা) উপকরণঃ • চাল পানিতে ভিজিয়ে আধা ঘণ্টা রেখে পানি ঝরিয়ে রাখতে হবে। কিমা ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। কিমাতে চিজ ও বাটার ছাড়া বাকি সব কিছু মাখিয়ে আধা ঘণ্টা রেখে দিতে হবে। • যেখানে স্টিম করা হবে সেখানে কিছুটা বাটার লাগিয়ে কিমা ছোট ছোট বল করে তার ভিতর চিজ দিয়ে,চালে গড়িয়ে রাখতে হবে। স্টিমার বা রাইস কুকারে ২০/২৫ মিনিট স্টিম করতে হবে। কালার দিতে চাইলে,চালের মাঝে কালার মাখিয়ে রাখতে হবে। অথবা স্টিম হওয়ার মাঝখানে কিছুটা জর্দার রঙ ছিটিয়ে দিতে পারেন। গরম গরম পরিবেশন করুন।

চিকেন রাইস বল

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ১  অক্টোবর  ২০১৬

উপকরণঃ

  • বাসমতী চাল-আধা কাপ
  • মুরগির কিমা -১ কাপ
  • আদা,রসুন বাটা -১ চা চামচ করে
  • সয়াসস -১ টেবিল চামচ
  • লবন –পরিমাণমতো
  • চিনি -২ চা চামচ
  • চিজ (মজারেলা) ছোট কিউব করে কাটা যত পিস বল হবে তত পিচ
  • গোলমরিচ গুঁড়া ১ চা চামচ
  • লেবুর রস- ১ চা চামচ
  • বাটার ১ টেবিল চামচ
  • কালার- পছন্দমতো(ইচ্ছা)

উপকরণঃ

  • চাল পানিতে ভিজিয়ে আধা ঘণ্টা রেখে পানি ঝরিয়ে রাখতে হবে। কিমা ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। কিমাতে চিজ ও বাটার ছাড়া বাকি সব কিছু মাখিয়ে আধা ঘণ্টা রেখে দিতে হবে।
  • যেখানে স্টিম করা হবে সেখানে কিছুটা বাটার লাগিয়ে কিমা ছোট ছোট বল করে তার ভিতর চিজ দিয়ে,চালে গড়িয়ে রাখতে হবে। স্টিমার বা রাইস কুকারে ২০/২৫ মিনিট স্টিম করতে হবে। কালার দিতে চাইলে,চালের মাঝে কালার মাখিয়ে রাখতে হবে। অথবা স্টিম হওয়ার মাঝখানে কিছুটা জর্দার রঙ ছিটিয়ে দিতে পারেন। গরম গরম পরিবেশন করুন।
 

Related posts