শীর্ষরিপো্র্ট ডটকম । ২৭ সেপ্টেম্বর ২০১৬
চট্টগ্রামের একটি বস্তিতে অভিযান চালিয়ে একে-২২ রাইফেল, এসএমজিসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার সকালে কোতোয়ালি থানার আইস ফ্যাক্টরি রোডের বাস্তুহারা বস্তি থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব-৭-এর সহকারী পরিচালক চন্দন দেবনাথ বলেন, বাস্তুহারা বস্তিতে সকাল সাড়ে ১০টা থেকে অভিযান শুরু হয়েছে। ওই বস্তি থেকে একে-২২ রাইফেল, এসএমজিসহ বিপুল অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযান এখনো চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।