শীর্ষরিপো্র্ট ডটকম । ১৯ আগস্ট ২০১৬
চট্টগ্রাম মহানগরী ও জেলার পটিয়া উপজেলা থেকে জঙ্গি সংগঠন আনসারউল্লাহ বাংলা টিমের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন; আহমেদ হোসেন রনি, ফরহাদ হোসেন এবং ইমরান হোসেন।
বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত পৃথক পৃথক অভিযানে এদেরকে গ্রেফতার করে পুলিশ।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল হাসান তিন জঙ্গি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সূত্রে তথ্য পেয়ে চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার পাঠানটুলি নামক এলাকা থেকে ফরহাদ নামের এক জঙ্গিকে গ্রেফতার করা হয়। এরপর কর্ণফুলী থানার শিকলবাহা এবং পটিয়া উপজেলা থেকে রনি এবং ইমরানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা আনসারউল্লাহ বাংলা টিমের সক্রিয় কর্মী বলে পুলিশের কাছে স্বীকার করেছে।