শীর্ষরিপো্র্ট ডটকম । ৭ জানুয়ারি ২০১৭
ঘন কুয়াশার কারণে বন্ধ রয়েছে শিমুলিয়া-কাওড়াকান্দি, দৌলতদিয়া-পাটুরিয়া এবং শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল। এছাড়া বঙ্গবন্ধু সেতুতে যান চলাচলও বন্ধ হয়ে গেছে । এর ফলে রাস্তার দুপাশে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।
ঘন কুয়াশার কারণে মধ্য রাত থেকেই শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। যাত্রী নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে কয়েকটি ফেরি। এতে চরম দুর্ভোগ পড়েন যাত্রীরা। বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে উভয়পাড়ে যাত্রী ও পণ্যবাহী প্রায় পাঁচ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। কুয়াশা কমে গেলে ফেরিসহ সব ধরনের নৌ-চলাচল স্বাভাবিক হবে।