গোয়েন্দা নজরদারি সাউথের বিরুদ্ধে

শীর্ষরিপো্র্ট ডটকম। ১০  জুলাই  ২০১৬

গোয়েন্দা নজরদারি সাউথের বিরুদ্ধে

গোয়েন্দা নজরদারি সাউথের বিরুদ্ধে

সম্প্রতি একাধিক জঙ্গি হামলার পর দেশের প্রথম সারির বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের বিরুদ্ধে জঙ্গি তৈরি অভিযোগ ওঠে। এরই প্রেক্ষিতে বসুন্ধরা আবাসিক এলাকায় গড়ে ওঠা এই বিশ্ববিদ্যালয়টির ভেতরে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

দায়িত্বশীল গোয়েন্দা সূত্র জানায়, নর্থ সাউথের বসুন্ধরা ক্যাম্পাসের ক্লাসরুম, মসজিদসহ বিভিন্ন আনাচে কানাচে গোয়েন্দারা নিয়মিত নজরদারি চালাচ্ছেন। এছাড়াও মসজিদে কারা কারা নামাজ পড়ছে-পড়াচ্ছে, কি ধরনের আলোচনা করছে তাও নজরদারি করা হচ্ছে।

নজরদারিতে নর্থ সাউথ ছাড়াও রয়েছে মানারাত বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়সহ মোট ১৪টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়। ৯টি ইংলিশ মিডিয়াম স্কুল ও কলেজ এবং তিনটি বেসরকারি কলেজ।

এর আগে জুলাইয়ের ১ তারিখ গুলশানের রেস্টুরেন্টে এবং ৭ তারিখ ঈদের দিন কিশোরগঞ্জে জঙ্গি হামলার ঘটনা ঘটে। উভয় ঘটনার মধ্যে নিহত জঙ্গিরা নর্থ সাউথ বিদ্যালয়ের ছাত্র। এর আগেও নর্থ-সাউথ শিক্ষার্থীদের জঙ্গিবাদে জড়ানোর গুঞ্জন থাকলেও বর্তমানে তা প্রায় প্রমাণিত।

এ বিষয়ে রোববার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, ‘শোলাকিয়ার যুবকও নর্থ সাউথের শিক্ষার্থী। ওখানে কী শিক্ষা দেয়া হচ্ছে, কী লেখাপড়া শেখানো হচ্ছে। ওখানে খুন করার শিক্ষা দেয়া হচ্ছে। এটির বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।’

নর্থ-সাউথে জঙ্গি তৈরি হচ্ছে উল্লেখ করে গত এপ্রিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে জঙ্গি তৈরি হচ্ছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে জঙ্গি তৈরি হচ্ছে। তাদের অনেকে আইএসে যোগদান করছে। যারা মূল ধারার বাইরে তারাই জঙ্গিবাদে উদ্বুদ্ধ হচ্ছে। যারা জঙ্গি তারা বিকৃত মানসিকতার।

এদিকে নর্থ সাউথসহ দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মোহাম্মদ ইউসুফ আলী বলেন, নর্থ সাউথসহ সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম নজরদারি করা হচ্ছে। নজরদারি অব্যাহত থাকবে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে জঙ্গিবাদ বিরোধী সচেতনতা তৈরিতে কাউন্সিলিংয়ের উদ্যোগ নেয়া হয়েছে।

এ ব্যাপারে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি ও রেজিস্ট্রারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি।

এদিকে জঙ্গিবিরোধী কাউন্সিলিংয়ের বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কোনো ভূমিকা নিয়েছে কি না জানতে কমিশনের জনসংযোগ কর্মকর্তা ওমর ফারুক বলেন, রোববার কেবল অফিস খুলল। এ বিষয়ে আগামীকাল সোমবার সিদ্ধান্ত জানা যেতে পারে।

গত ৭ জুলাই কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় ৪ জন নিহত হয়েছে। এ ঘটনাটি ঘটিয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ চতুর্থ বর্ষের ছাত্র আবীর রহমান।

অপরদিকে জুলাইয়ের ১ তারিখ গুলশানের আর্টিসান রেস্টুরেন্টে বিদেশিদের জিম্মি করে সর্বমোট ২২ জনকে হত্যা করা হয়। এরপর সেনাবাহিনীর কমান্ডো অভিযানে ৬ জঙ্গি নিহত হন। এদের মধ্যে নিহত নিবরাস ইসলাম নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ছিলেন।

 

 

Related posts