শীর্ষরিপো্র্ট ডটকম। ৩ জুলাই ২০১৬
জঙ্গি তৎপরতার ওপর নজর রাখে যুক্তরাষ্ট্রভিত্তিক এরকম একটি ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স গ্রুপ পাঁচজন তরুণের ছবি প্রকাশ করে বলেছে, এরাই গুলশানের রেস্তোরাঁয় হামলা চালিয়েছে।
শনিবার রাতে এই ওয়েবসাইটের টুইটার একাউন্টে তাদের ছবি প্রকাশ করা হয়।
ছবিতে দেখা যাচ্ছে এদের সবার পরনে কালো রঙের পাঞ্জাবি। অস্ত্র হাতে একটি ব্যানারকে পেছনে রেখে দাঁড়িয়ে আছে।
তাদের সবার মুখে হাসি।
ছবিগুলো প্রকাশ করেছে সাইট ওয়েবসাইটের পরিচালক রিটা কাটজ।
তিনি বলেছেন, আইসিস দাবি করেছে যে বাংলাদেশের ঢাকায় তারা ২২ জন ‘ক্রুসেডর’ এবং ২ জন পুলিশ সদস্যকে হত্যা করেছে।
রিটা কাটজের কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশের সরকারি কর্মকর্তারা বড়ো রকমের সন্দেহ প্রকাশ করে আসছেন।
তবে এই ‘হামলাকারীদের’ নাম উল্লেখ করা হয়নি। বাংলাদেশের পক্ষ থেকে এই ছবিগুলোর সত্যতা এখনও নিশ্চিত করা হয়নি।
বাংলাদেশে সামরিক বাহিনীর মুখপত্র আইএসপিআর বলেছে, ৬জন হামলাকারীকে কমান্ডো অভিযানের সময় হত্যা করা হয়েছে।
এবং সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শুক্রবার রাতে হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে জঙ্গিরা ২০ জনকে হত্যা করেছে যাদের ৯ জন ইতালি, ৭ জন জাপান, ৩ জন বাংলাদেশী এবং ১ জন ভারতীয় নাগরিক।