শীর্ষরিপো্র্ট ডটকম। ২ জুলাই ২০১৬
ঢাকার গুলশানের হোলি আর্টিজান রেস্টুরেন্টে জিম্মী উদ্ধার অভিযান শেষ হয়েছে।
রেস্টুরেন্ট ভবনটির নিয়ন্ত্রণ নিয়েছে অভিযানকারীরা।
উর্দ্ধতন একজন পুলিশ কর্মকর্তা জানাচ্ছেন, অভিযান শেষ করে এখন ভবনটিতে বিস্ফোরকের সন্ধানে তল্লাশি চালাচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে গোয়েন্দা সংস্থার সদস্যরা।
রেস্টুরেন্টের ভেতর থেকে অন্তত পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে এই মৃতদেহগুলো কাদের তা এখনো নিশ্চিত নয়।
জঙ্গি হামলার প্রায় ১২ ঘণ্টা পর অভিযানের মাধ্যমে জিম্মী সংকটের অবসান হয়।
সকাল পৌনে আটটার দিকে গুলশানে হোলি আর্টিজান রেস্টুরেন্টে জিম্মিদের উদ্ধারে কমাণ্ডো অভিযান শুরু হয়।
সেনা ও নৌ কমান্ডোরা ছাড়াও অভিযানে অংশ নিয়েছে পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা।
শুক্রবার রাতে অস্ত্রধারীদের আক্রমণের প্রায় দশ ঘণ্টা পর অভিযানটি শুরু হয়।