ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় ঘোচাবে দারিদ্র্য: প্রধানমন্ত্রী

শীর্ষরিপো্র্ট ডটকম।  ১৫  মার্চ  ২০১৬

 

ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় ঘোচাবে দারিদ্র্য: প্রধানমন্ত্রী

ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় ঘোচাবে দারিদ্র্য: প্রধানমন্ত্রী

ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের উপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী কার্যালয়ে মঙ্গলবার এক বৈঠকে তিনি বলেন, “ক্ষুদ্র ঋণ দিয়ে উচ্চহারে সুদ আদায় করা হয়। দারিদ্রকে লালন পালন করা হয়। অসহায় মানুষগুলো দারিদ্র থেকে বের হতে পারে না।

আমি সঞ্চয় দিতে চাই। ক্ষুদ্র ঋণ দিয়ে দারিদ্র্যকে লালন-পালন করতে চাই না।”

আশ্রয়ন-২ প্রকল্প, একটি বাড়ি একটি খামার প্রকল্প, গুচ্ছ গ্রাম প্রকল্প, ঘরে ফেরা কর্মসূচি ও গৃহায়ণ তহবিল প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক বৈঠকে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

সকলের জন্য আবাসস্থান নিশ্চিত করার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “মানুষ যেন কর্মবিমুখ না হয়।আমরা মানুষকে অলস করে দিতে চাই না। আমরা সঞ্চয় দেব, মানুষজন খেটে খাবে।

কেউ যেন সাহায্যের উপর নির্ভর না করে। কাজ করার প্রবণতা যেন শেষ না হয়। সরকার সহায়তা করবে, নাগরিকরা কাজ করে নিজের পায়ে দাঁড়াবে।”

কেউ অভুক্ত থাকবে না,” বলেন তিনি।

সকলের জন্য আবাসস্থান নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদও দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “প্রতিটি মানুষ ঘর পাবে। কেউ গৃহহারা থাকবে না।”

নদীভাঙনের ফলে যারা গৃহহারা হন তাদের জন্য আবাসস্থান নিশ্চিত করার কথা বলেন শেখ হাসিনা।

তিনি বলেন, “আমরা দেশকে দারিদ্র্যমুক্ত করতে পেরেছি। কিন্তু, দারিদ্র্যের হার আরও কমাতে হবে।”

তৃণমূলের জনগণকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে আরও সম্পৃক্ত করার উপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, “আমাদের একটাই উদ্দেশ্য; তা হলো বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করা।

শুধু শহরের মানুষ উন্নত জীবন পাবে, তা নয়। গ্রামের মানুষও উন্নত জীবন পাবে।”

এখনও দেশে দুই লাখ ৮০ হাজার গৃহহীন মানুষ রয়েছে- বৈঠকে এই তথ্য জেনে আগামী তিন বছরের মধ্যে তাদের বাসস্থান নিশ্চিতের তাগিদ দেন তিনি।

গৃহহারাদের আবাসস্থান দেওয়ার আগে ছবি ও তালিকা চূড়ান্ত করার কথাও বলেন সরকার প্রধান।

যাদের জন্য আবাসস্থানের ব্যবস্থা করা হচ্ছে, তাদের জন্য কর্মসংস্থানের উপরও গুরুত্বারোপ করেন তিনি।

ঢাকার বস্তিবাসীদের জন্য ভাড়ায় বাসস্থান করার কথাও বলেন শেখ হাসিনা।

তিনি বলেন, “ঢাকার বস্তিবাসীদের যথাযথ জায়গায় নিয়ে যেতে হবে। কারণ, উন্নত ঢাকা গড়তেও কর্মীর দরকার। তাদেরও উন্নত জীবন দরকার।”

ঢাকার বস্তিবাসীদের জন্য কামরাঙ্গীচরে ভাড়ায় বাসস্থান নির্মাণের কথাও বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হোসেন তৌফিক ইমাম, মুখ্য সচিব আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সুরাইয়া বেগমসহ সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

 

Related posts