শীর্ষরিপো্র্ট ডটকম । ২০ সেপ্টেম্বর ২০১৬

ক্রিকেটার আশরাফুলের বাবার মৃত্যু
ক্রিকেটার আশরাফুলের বাবা আবদুল মতিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল সোমবার দিবাগত রাতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল মতিনের মৃত্যু হয়।
জানতে চাইলে আশরাফুল এনটিভি অনলাইনকে বলেন, ফুসফুস ও হৃদযন্ত্রের বিভিন্ন সমস্যায় আক্রান্ত ছিলেন তাঁর বাবা। কয়েক দিন ধরে তাঁকে অ্যাপোলো হাসপাতালে লাইফসাপোর্টে রাখা হয়। গতকাল দিবাগত রাতে তাঁর মৃত্যু হয়।