শীর্ষরিপো্র্ট ডটকম । ১৮ সেপ্টেম্বর ২০১৬

কোলাহলমুখর হয়ে উঠছে রাজধানী
পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে ঢাকা আবার কোলাহলমুখর হয়ে উঠছে।রাজধানী ফিরছে চিরচেনা রূপে।
রোববার সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন দৃশ্যই চোখে পড়েছে।
গাবতলী, কল্যাণপুর, টেকনিক্যাল, শ্যামলী, গুলিস্তান, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় অফিসগামী মানুষের ভিড় দেখা গেছে।
ঈদের ছুটিতে লাখ লাখ মানুষ যেভাবে নগর ছেড়েছিল, আবার তেমনি ফিরে আসছে। বৃহস্পতিবার থেকেই অফিস-আদালত খুললেও অনেকটা ঢিলেঢালাভাবে কার্যক্রম চলেছে। তবে আজ থেকে পুরোদমে শুরু হয়েছে বিভিন্ন অফিস-আদালতের কার্যক্রম। তাই আজ গণপরিবহনেও দেখা গেছে আগের মতোই ভিড়।