শীর্ষরিপো্র্ট ডটকম । ১৮ জানুয়ারি ২০১৭
রিপাবলিকান লিন্ডা কুলস শিকাগো থেকে ওয়াশিংটন এসেছেন ইতিহাসের সাক্ষী হতে। তিনি তার প্রিয় প্রার্থী ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকে উপস্থিত থাকতে এ দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন। আগামী ২০ জানুয়ারি দেশের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প শপথ নিতে যাচ্ছেন।
জনসংযোগ লেখক লিন্ডা কুলস (৫০) এএফপি’কে বলেন, ‘আমি খুবই আনন্দিত। একটি নতুন পালাবদল, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর দেখা আমার জন্য খুবই আনন্দের হবে।’
শুক্রবার শপথ অনুষ্ঠানের আগে লিন্ডার মত ট্রাম্প সমর্থকেরা ওয়াশিংটনে ভীড় জমাচ্ছেন। তারা ট্রাম্পের শপথ অনুষ্ঠানের সাক্ষী হতে চান। তারা ট্রাম্প সমালোচকদের উপযুক্ত জবাব দিতে চান যে নবনির্বাচিত প্রেসিডেন্ট সম্পর্কে তাদের ধারণা ভুল। শপথ অনুষ্ঠানে আট লাখ লোক উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে।
ভাসি গাওয়া ও তার স্বামী ক্যালিফোর্নিয়ার সান বার্নারদিনো থেকে এখানে এসেছেন। ভাসি গাওয়া বলেন, ‘আমি সবসময় ট্রাম্পের একজন বড় ভক্ত। তিনি যেভাবে মানুষের কাছাকাছি যান তা আমার খুব পছন্দ। তিনি যা পছন্দ করেন তাই বলেন।’
নির্বাচনী প্রচারণাকালে বিভক্তির ব্যাপারে ৩৫ বছর বয়সী ভাসি গাওয়া বলেন, আগামী দিনে সব কিছু ঠিক হয়ে যাবে। আর ট্রাম্প বিরোধী বিক্ষোভ হবে না। কমপক্ষে ৫০ ডেমোক্রাট আইনপ্রণেতা অভিষেক অনুষ্ঠানে না যাওয়ার ঘোষণা দিয়েছেন।
এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি মনে করি, তিনি আপনাদের সবার প্রেসিডেন্ট। তিনি যদি আপনাদের প্রেসিডেন্ট না হন, তাহলেও আপনাদের কি বা করার আছে।’
মিজৌরির কলম্বিয়া থেকে আসা নিক অ্যালান বলেন, একটি অনুষ্ঠানে যোগ দিতে তিনি ও তার পরিবার ওয়াশিংটন এসেছিলেন। তবে এখন শপথ অনুষ্ঠান দেখার জন্য তারা এখানে থেকে গেছেন।
তিনি বলেন, দেশে পরিবর্তন আসছে। তাছাড়া ট্রাম্পের প্রেসিডেন্সিও মজার হবে বলে তিনি মনে করেন।