এ বছরেই চুক্তির আশায় ‘কোল ইন্ডিয়া’

শীর্ষরিপো্র্ট ডটকম । ৬মে  ২০১৭

এ বছরেই চুক্তির আশায় ‘কোল ইন্ডিয়া’

এ বছরেই চুক্তির আশায় ‘কোল ইন্ডিয়া’

ভারতের রাষ্ট্রায়ত্ত কয়লা উত্তোলনকারী প্রতিষ্ঠান কোল ইন্ডিয়া বাংলাদেশে কয়লা রফতানি করতে এ বছরের মধ্যেই চুক্তি সম্পাদনের আশায় রয়েছে  ।

 কোল ইন্ডিয়ার হাতে থাকা ৬ কোটি ৯০ লাখ টন কয়লা দ্রুত শেষ করতেই দক্ষিণ এশিয়ার দেশগুলোর দিকে তাকিয়ে ভারত।

 বাংলাদেশে কয়লা রফতানির সম্ভাব্যতা যাচাইয়ে গত বছর একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠিয়েছিল কোল ইন্ডিয়া।

 কর্মকর্তারা বলছেন, মোহনদি কয়লা খনি থেকে যে কয়লা উত্তোলন করা হয় তা ওড়িশার প্রদীপ বন্দর দিয়ে জাহাজে বাংলাদেশে পাঠিয়ে দেয়া সম্ভব হবে।

 তবে ভারতের রফতানি নীতিতে জাহাজে করে দেশের বাইরে কয়লা পাঠানোর বিষয়ে বিধিনিষেধ রয়েছে। চুক্তি হয়ে গেলে এ বিষয়ে সংশোধনী আনা হবে।

 

Related posts