শীর্ষরিপো্র্ট ডটকম । ২৬ সেপ্টেম্বর ২০১৬
এসএসসি পরীক্ষায় অতিরিক্ত সৃজনশীল বাতিলসহ ছয় দফা দাবিতে মানববন্ধন করেছে ‘সাধারণ ছাত্র সমাজ’।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির উদ্যোগে ‘সাতটি সৃজনশীল মানি না মানব না’ শীর্ষক আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘আমরা মানুষ, রোবট নই। যেখানে ছয়টি সৃজনশীল ২ ঘণ্টা ১০ মিনিট ছিল, সেখানে এখন সাতটা সৃজনশীল ২ ঘণ্টা ২০ মিনিটে দিতে হবে, যা সাধারণ মানুষের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়।’
এ সময় শিক্ষার্থীরা কিছু দাবি তুলে ধরেন।
দাবিগুলো হলো- আগের নিয়মে পরীক্ষা বহাল থাকতে হবে, নৈর্ব্যক্তিকে ৪০ নম্বরই বহাল থাকতে হবে, সাতটি সৃজনশীল লিখতে হলে অতিরিক্ত ১ ঘণ্টা সময় বাড়াতে হবে, এক দিনে একটির বেশি পরীক্ষা নেওয়া না হোক, গণিতে সৃজনশীল বাতিল করা, প্রশ্ন ফাঁস ঠেকাতে হবে।
মানববন্ধনে মতিঝিল মডেল স্কুল, ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, সরকারি বিজ্ঞান কলেজসহ অন্যান্য স্কুলের ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।