এমপি লিটন হত্যার ঘটনায় সুন্দরগঞ্জে তিন দিনের শোক

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ৩  জানুয়ারি  ২০১৭

এমপি লিটন হত্যার ঘটনায় সুন্দরগঞ্জে তিন দিনের শোক

এমপি লিটন হত্যার ঘটনায় সুন্দরগঞ্জে তিন দিনের শোক

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনকে গুলি হত্যার ঘটনায় সুন্দরগঞ্জ উপজেলায় তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।

সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

এমপি লিটনকে হত্যার প্রতিবাদ ও ঘটনার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে রোববার সুন্দরগঞ্জে সকাল-সন্ধ্যা ও পরদিন সোমবার বামনডাঙ্গা ইউনিয়নে আধাবেলা হরতাল কর্মসূচি পালন করেন দলের নেতা-কর্মীরা।

সোমবার রাত ৮টায় সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহমেদ তিন দিনের এ কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ ও দোয়া মাহফিল।

এ ছাড়া মঙ্গলবার দুপুর ২টায় বিক্ষোভ মিছিল ও স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।

 

 

 

 

Related posts