এমপিরা শিক্ষাপ্রতিষ্ঠানে থাকতে পারবেন না

শীর্ষরিপো্র্ট ডটকম। ১১  জুন ২০১৬

এমপিরা শিক্ষাপ্রতিষ্ঠানে থাকতে পারবেন না

এমপিরা শিক্ষাপ্রতিষ্ঠানে থাকতে পারবেন না

শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি পদে সংসদ সদস্যদের থাকার বিধান রহিত করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে অভিভাবক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে দায়িত্ব পালনে বাধা নেই তাদের।

রায় স্থগিত চেয়ে ভিখারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি রাশেদ খান মেনন এমপির করা আবেদনের শুনানি করে আদালত আজ রোববার এ আদেশ দেন।

প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের এ রায় বহাল রাখেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আখন্দ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

গত ১ জুন বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০০৯-এর ৫/১ এবং ৫০ ধারা বাতিল করে এ রায় দেন বিচারপতি জিনাত আরা ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ।

 

 

Related posts