“এত প্রেম এত মায়া”নিয়ে শাবনূরের অপেক্ষায়…

শীর্ষরিপো্র্ট ডটকম । ২১  সেপ্টেম্বর   ২০১৬

“এত প্রেম এত মায়া”নিয়ে শাবনূরের অপেক্ষায়…

“এত প্রেম এত মায়া”নিয়ে শাবনূরের অপেক্ষায়…

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। দীর্ঘদিন ধরেই নতুন কোনো চলচ্চিত্রে দেখা যায় না এই অভিনেত্রীকে। এক বছর ধরে নতুন চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি। কিন্তু বিভিন্ন কারণে এখন পর্যন্ত শুটিংয়ে অংশ নিতে পারেননি শাবনূর। এ দিকে ‘দুই নয়নের আলো’ খ্যাত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের অপেক্ষার পালা শেষ হচ্ছে না।

চলতি বছরের শুরুর দিকে শোনা গিয়েছিল, মোস্তাফিজুর রহমান মানিকের নতুন সিনেমায় অভিনয় করবেন শাবনূর। এরপর গত মে মাসে ‘এত প্রেম এত মায়া’ শিরোনামের একটি সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল শাবনূরের। কিন্তু গরমের কারণে শুটিং শিডিউল বাতিল করেন তিনি।

এরপর ঈদুল ফিতরের পর সিনেমাটির শুটিংয়ে অংশ নেওয়ার কথা থাকলেও শারীরিক ফিটনেস ঠিক না থাকার কারণে শুটিংয়ে অংশ নেননি এই অভিনেত্রী।

গত ১ আগস্ট টাঙ্গাইলে অন্যান্য শিল্পী নিয়ে ১০ দিনের শুটিং করেন পরিচালক। ঈদুল আজহার পর শাবনূর শুটিংয়ে অংশ নেবেন বলে অপেক্ষায় রয়েছেন পরিচালক মানিক।

এ প্রসঙ্গে মোস্তাফিজুর রহমান মানিকবলেন, ‘কোরবানির ঈদের পর “এত প্রেম এত মায়া” সিনেমার শুটিংয়ে শাবনূর অংশ নেবেন বলে আমাকে কথা দিয়েছেন। আমি শাবনূরের অপেক্ষায় আছি। শাবনূর দেশে ফিরলেই সিনেমাটির কাজ শুরু করব। কয়েকদিন পর আমি তাকে আবার ফোন করব।’

তিনি আরো বলেন, ‘শাবনূর দেশে আসলে বিএফডিসি, রাঙ্গামাটি, কক্সবাজার, ঢাকাসহ দেশের বিভিন্ন লোকেশনে এ সিনেমার দৃশ্যধারণের কাজ হবে।’

এ সিনেমায় শাবনূরের বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস। এতে একটি স্কুলের গানের শিক্ষিকার চরিত্রে দেখা যাবে শাবনূরকে। এতে আরো অভিনয় করছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও পিয়া বিপাশাসহ অন্যান্য শিল্পী।

ইয়োলো প্রোডাকশন হাউজের ব্যানারে নির্মিতব্য এ সিনেমার সংগীত পরিচালনা করছেন আলী আকরাম শুভ, আরেফিন রুমি ও জেকে।

এ সিনেমা ছাড়াও শাবনূরের হাতে আরো কয়েকটি চলচ্চিত্রের স্ক্রিপ্ট রয়েছে। এর মধ্যে অনুদান এবং দুটি বাণিজ্যিক ঘরানার চলচ্চিত্র রয়েছে। খুব শিগগির এসব সিনেমায় চুক্তিবদ্ধ হবেন বলে জানা যায়।

 

 

Related posts