শীর্ষরিপো্র্ট ডটকম । ২২ সেপ্টেম্বর ২০১৬
নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ডে’ ভূষিত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যায় ইউএন প্লাজায় আয়োজিত এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে এ পুরস্কার তুলে দেন গ্লোবাল পার্টনারশিপ ফোরাম-এর প্রেসিডেন্ট আমির ডুসাল এবং ইউএন ইউম্যান-এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর লাকস্মি পুরি।
প্রথমবারের মতো গ্লোবাল পার্টনারশিপ ফোরাম এ পুরস্কার প্রবর্তন করলো। এ বছর এ পুরস্কারের জন্য তিনজন মনোনীত হন। প্রধানমন্ত্রীর সাথে এ বছর এ পুরস্কার প্রদান করা হয়েছে মাল্টার প্রেসিডেন্ট ম্যারি লুইস কলেইরো প্রিসা ও জাতিসঙ্ঘ মহাসচিব বানকি মুনের স্ত্রী বান সুন তায়েককে।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, আমি এই পুরস্কার বাংলাদেশের জনগনকে উৎসর্গ করছি। এ পুরস্কার বাংলাদেশের নারীর ক্ষমতায়নের একটি স্বীকৃতি।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দিপু মনি এ সময় উপস্থিত ছিলেন।