‘এজেন্ট অব চেইঞ্জ’ অ্যাওয়ার্ডে ভূষিত প্রধানমন্ত্রী

শীর্ষরিপো্র্ট ডটকম । ২২ সেপ্টেম্বর ২০১৬

'এজেন্ট অব চেইঞ্জ' অ্যাওয়ার্ডে ভূষিত প্রধানমন্ত্রী

‘এজেন্ট অব চেইঞ্জ’ অ্যাওয়ার্ডে ভূষিত প্রধানমন্ত্রী

নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ডে’ ভূষিত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যায় ইউএন প্লাজায় আয়োজিত এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে এ পুরস্কার তুলে দেন গ্লোবাল পার্টনারশিপ ফোরাম-এর প্রেসিডেন্ট আমির ডুসাল এবং ইউএন ইউম্যান-এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর লাকস্মি পুরি।

প্রথমবারের মতো গ্লোবাল পার্টনারশিপ ফোরাম এ পুরস্কার প্রবর্তন করলো। এ বছর এ পুরস্কারের জন্য তিনজন মনোনীত হন। প্রধানমন্ত্রীর সাথে এ বছর এ পুরস্কার প্রদান করা হয়েছে মাল্টার প্রেসিডেন্ট ম্যারি লুইস কলেইরো প্রিসা ও জাতিসঙ্ঘ মহাসচিব বানকি মুনের স্ত্রী বান সুন তায়েককে।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, আমি এই পুরস্কার বাংলাদেশের জনগনকে উৎসর্গ করছি। এ পুরস্কার বাংলাদেশের নারীর ক্ষমতায়নের একটি স্বীকৃতি।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দিপু মনি এ সময় উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

Related posts