শীর্ষরিপো্র্ট ডটকম। ১০ জুন ২০১৬
নিকেতন এলাকায় চলমান ১ হাজার ২৪২টি টেলিফোন সংযোগ শুক্রবার থেকে প্রায় এক সপ্তাহ বন্ধ থাকবে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লি. (বিটিসিএল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেগুনবাড়ী খালসহ হাতিরঝিল এলাকার সমন্বিত উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ম্যানেজমেন্ট ইউনিট বিল্ডিং তৈরির কারণে নিকেতন গেইট-২ এলাকায় দু’টি টেলিফোন কেবিনেট স্থানান্তরের কাজ শুরু হয়েছে। এতে শুক্রবার থেকে ক্যাবিনেটসমূহের আওতায় ১ হাজার ৪০০ জোড়া ক্যাবলের মাধ্যমে নিকেতন এলাকায় চলমান এক হাজার ২৪২টি টেলিফোন সাময়িক বন্ধ থাকতে পারে।
গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বিটিসিএল আগামী ৬/৭ দিনের মধ্যে ক্যাবিনেট স্থানান্তরের কাজ শেষ করে টেলিফোনসমূহ পুনরায় চালুর কথা জানিয়েছে।