ইসি গঠনে রাষ্ট্রপতির সিদ্ধান্ত সকলের কাছে গ্রহণযোগ্য হবে : নাসিম

শীর্ষরিপো্র্ট ডটকম । ২৫  জানুয়ারি ২০১৭

ইসি গঠনে রাষ্ট্রপতির সিদ্ধান্ত সকলের কাছে গ্রহণযোগ্য হবে : নাসিম

ইসি গঠনে রাষ্ট্রপতির সিদ্ধান্ত সকলের কাছে গ্রহণযোগ্য হবে : নাসিম

নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতির সিদ্ধান্ত সকলের কাছে গ্রহণযোগ্য হবে বলেছেন, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম ।

মঙ্গলবার বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত মিলাদ মাহফিল শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মিলাদ মাহফিলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব সিরাজুল ইসলাম,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সস্টিটিউটের সমন্নয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন প্রমুখ উপস্থিত ছিলেন।

মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচন কমিশন গঠনের বিষয় নিয়ে বিতর্কিত করার কিছু নেই। সংবিধান অনুযায়ী ইসি গঠনের ক্ষমতা রাষ্ট্রপতির। এ বিষয়ে তিনিই সিদ্ধান্ত নেবেন। যে প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠন করা দরকার রাষ্ট্রপতি তাই করবেন।

২০১৮ সালের মধ্য শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সস্টিটিউটের নির্মান কাজ শেষ হবে এমন আশাবাদ ব্যক্ত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অগ্নিদগ্ধ মানুষকে বাঁচানোর ক্ষেত্রে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।

তিনি বলেন, আকস্মিকভাবে যেসব মানুষ অগ্নিদগ্ধ হবেন, তাদের সুস্থ জীবনে ফিরিয়ে আনার জন্য এ ইন্সটিটিউট নির্মাণ করা হচ্ছে।

 

Related posts