শীর্ষরিপো্র্ট ডটকম। ২৮ জুলাই ২০১৬
মুসলিম দেশসমূহের সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা Organization of Islamic Cooperation বা ওআইসি’র মহাসচিব আইয়াদ আমিন মাদানির বিশেষ অনুরোধে সংস্থাটির ‘ইউরোপিয়ান ইউনিয়ন পারমানেন্ট অবজার্ভার’ হিসেবে আগামী ৪ বছরের জন্য ব্রাসেলসেই দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বাংলাদেশের জ্যেষ্ঠ নারী কূটনীতিক ইসমাত জাহান। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৪ বছরের ছুটিতে (লিয়েন) যাবার বিষয়টিও নিশ্চিত হয়েছে ইতোমধ্যে।
বাংলাদেশের জন্য বিশেষ মর্যাদা ও গৌরবজনক এ পদে দায়িত্ব গ্রহণের সুবিধার্থে ইসমাতের লন্ডনে হাইকমিশনার হিসেবে যোগ দেয়া সম্ভব হচ্ছে না। যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনে যোগ দেবেন ইন্দোনেশিয়ায় দায়িত্বরত রাষ্ট্রদূত নাজমুল কাওনাইন।
জ্যেষ্ঠ কূটনীতিক ইসমাত জাহান গত ৭ বছর ধরে ব্রাসেলসে ইউরেপিয়ান ইউনিয়নে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। কয়েক মাস আগে ঢাকায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক চলতি গ্রীষ্মেই তার লন্ডনে যোগ দেবার কথা ছিল হাইকমিশনার হিসেবে।
২০০৯ সালে ব্রাসেলসে যোগ দেয়ার আগে ৩ বছর নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্বে ছিলেন তিনি। জাতিসংঘের Committee on Elimination of Discrimination against Women (CEDAW)-এর সদস্য পদে ২০১৪ সালে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়ে ইসমাত জাহান বাংলাদেশকে আগেই গৌরবের আসনে অধিষ্ঠিত করেছিলেন। টানা ৭ বছরের কর্মস্থল ব্রাসেলসে এবার ওআইসি’র ইউরোপিয়ান ইউনিয়ন স্থায়ী মিশনে অত্যন্ত সম্মানজনক পদে যোগ দেবার মধ্য দিয়ে বাংলাদেশ ও ওআইসি উভয়ের জন্যই রীতিমতো এক ইতিহাস সৃষ্টি করতে চলেছেন তিনি।
ইসমাত জাহানই প্রথম কোনো বাংলাদেশী নারী, যিনি মুসলিম দেশসমূহের সর্বোচ্চ সংস্থাটির বড় কোনো দায়িত্ব নিতে যাচ্ছেন। ওআইসি’র ইতিহাসেও তারা প্রথমবারের মতো কোনো নারী কূটনীতিককে এমন গুরুদায়িত্ব দিতে চলেছেন।
কূটনীতিক হিসেবে ৩৪ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার রাষ্ট্রদূত ইসমাত জাহানের। প্রখর মেধা ও বিশাল অভিজ্ঞতার পাশাপাশি অভাবনীয় যোগ্যতাকে কাজে লাগিয়ে ইসমাত জাহান ইউরোপিয়ান কমিশন ও ইউরোপিয়ান পার্লামেন্টসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্বার্থ রক্ষায় বিশেষ সাফল্য দেখিয়েছেন। তার ক্যারিশমেটিক ডিপ্লোমেসিতেই রানা প্লাজা ট্র্যাজেডি পরবর্তী ইউরোপের বাজারে বড়সড় বিপর্যয় থেকে রক্ষা পায় বাংলাদেশের প্রধান রপ্তানি খাত (আরএমজি) তৈরি পোশাকশিল্প। এর আগে জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি হিসেবে ইসমাত জাহান দায়িত্ব পালনকালে নিউইয়র্কে নিজস্ব ভবনে আলোর মুখ দেখেছিল বাংলাদেশ মিশন।
ওআইসি এমন এক সময় ইউরোপিয়ান ইউনয়নে তাদের ‘পারমানেন্ট অবজার্ভার’ হিসেবে বেছে নিয়েছে বিশ্বব্যাপী বাংলাদেশের সবচাইতে প্রভাবশালী নারী কূটনীতিক ইসমাত জাহানকে, যখন ইউরোপের বিভিন্ন দেশে ইসলামের নাম ভাঙিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে মধ্যপ্রাচ্যভিত্তিক সন্ত্রাসী জঙ্গীগোষ্ঠী।
মাত্র ৩ বছর আগে ব্রাসেলসে পারমানেন্ট অবজার্ভার মিশন প্রতিষ্ঠা করে ওআইসি। ইউরোপিয়ান ইউনিয়নে চ্যালেঞ্জিং দায়িত্ব পালনে আগে থেকেই সিদ্ধহস্ত থাকার সুবাদে ওআইসি কর্তৃক বাংলাদেশি ডিপ্লোমেটকে নয়া দায়িত্ব প্রদানকে ইতোমধ্যে স্বাগত জানিয়েছেন ব্রাসেলসে দায়িত্বরত বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রদূতগণ।
আন্তর্জাতিক বিশ্লেষকরাও বলছেন, ব্রেক্সিট পরবর্তী সময়টাতে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে যোগ দেয়ার চাইতে ইউরোপিয়ান ইউনিয়নেই আরও বহুগুণে বড় দায়িত্ব গ্রহণ ইসমাত জাহানের বর্ণাঢ্য ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করবে। সর্বোপরি বহুমুখী ও বহুপাক্ষিক স্বার্থ রক্ষা হবে এখন বাংলাদেশের।