শীর্ষরিপো্র্ট ডটকম। ২৮ জুলাই ২০১৬

ইউজিসির কমিটি গঠন জঙ্গি তৎপরতা তদন্তে
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জঙ্গি সংশ্লিষ্টতা তদারকির জন্য ।
বুধবার বিকেলে ইউজিসির অতিরিক্ত পরিচালক (জনসংযোগ) মো. ওমর ফারুক এতথ্য নিশ্চিত করেন।
কমিটিতে আহবায়ক হিসেবে আছেন, ইউজিসির সদস্য প্রফেসর ড. মো. আখতার হোসেন। এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন, ইউজিসি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের উপপরিচালক জেসমিন পারভীন এবং উপসচিব মো. শাহীন সিরাজ।
বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের সংশ্লিষ্ট ডিলিং অফিসার কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এই কমিটি অভিযুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে আকস্মিক পরিদর্শন করবে বলে ইউজিসির পক্ষ থেকে জানানো হয়েছে।