‘আমরা খুব শিগগিরই পল্লী রেশনিং চালু করতে যাচ্ছি’ : প্রধানমন্ত্রী

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ১  সেপ্টেম্বর   ২০১৬

‘আমরা খুব শিগগিরই পল্লী রেশনিং চালু করতে যাচ্ছি’ : প্রধানমন্ত্রী

‘আমরা খুব শিগগিরই পল্লী রেশনিং চালু করতে যাচ্ছি’ : প্রধানমন্ত্রী

অতি দরিদ্র, পঙ্গু ও প্রতিবন্ধীদের জন্য পল্লী রেশনিং ব্যবস্থা চালু করতে যাচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন । বৃহস্পতিবার পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রধান কার্যালয়ে সীমান্ত ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাপী মন্দা থাকা সত্ত্বেও আমাদের প্রবৃদ্ধি ৭ দশমিক শূন্য ৫ ভাগে উন্নিত করতে সক্ষম হয়েছি। যা পৃথিবীর অনেক দেশ পারেনি। প্রবৃদ্ধি অর্জনে বিশ্বের ৫ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান রয়েছে।’

তিনি বলেন, ‘আমরা খুব শিগগিরই পল্লী রেশনিং চালু করতে যাচ্ছি। অতি দরিদ্র, পঙ্গু প্রতিবন্ধীদের জন্য এই পল্লী রেশনিং ব্যবস্থা করবো। রেশন কার্ড যাদের হাতে থাকবে ১০ টাকায় তারা চাল কিনতে পারবে, সে সুযোগটা আমরা সৃষ্টি করে দিচ্ছি।’

এর আগে ফলক উন্মোচন ও অ্যাকাউন্ট খোলার মাধ্যমে ব্যাংক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক খাঁন প্রমুখ।

 

Related posts