শীর্ষরিপো্র্ট ডটকম । ১৬ জানুয়ারি ২০১৭

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৭
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারে রোববার রাস্তার পাশে পেতে রাখা একটি বোমা বিস্ফোরণে সাত বেসামরিক লোক নিহত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা নিশ্চিত করেছে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘রোববার সকালে নানগড়হার প্রদেশের পাচিরাগাম জেলার বারগোলি গ্রামের রাস্তার পাশে আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতার শত্রুদের পেতে রাখা বোমার ওপর দিয়ে একটি বেসামরিক গাড়ি যাওয়ার সময় বোমাটির বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে সাত বেসামরিক লোক নিহত ও অপর দুই জন আহত হয়েছে।’মন্ত্রণালয় এই সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।