আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ১৩ সদস্যের দল ঘোষণা

শীর্ষরিপো্র্ট ডটকম । ২২ সেপ্টেম্বর ২০১৬

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ১৩ সদস্যের দল ঘোষণা

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ১৩ সদস্যের দল ঘোষণা

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। এ ছাড়া দলে ফিরেছেন পেসার শফিউল ইসলাম।

জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু আজ বৃহস্পতিবার দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এই দল ঘোষণা করেন।

দলের সদস্যরা হলেন—মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল্লাহ, নাসির হোসেন, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম ও রুবেল হোসেন।

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়নডে সিরিজ হবে। প্রথম দুই ম্যাচের জন্য এই দল ঘোষণা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তাসকিনের নিষেধাজ্ঞা উঠে গেলে তিনি ওই দলের সঙ্গে যুক্ত হতে পারেন।

২৫ সেপ্টেম্বর প্রথম ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে। এরপর দ্বিতীয় ওয়ানডে ২৮ সেপ্টেম্বর। তৃতীয় ও শেষ ওয়ানডে ১ অক্টোবর।

 

Related posts