শীর্ষরিপো্র্ট ডটকম । ২৩ সেপ্টেম্বর ২০১৬

আফগানদের সংগ্রহ ২৩৩
সব উইকেট হারিয়ে ৪৯.২ ওভারে ২৩৩ রান সংগ্রহ করল আফগানিস্তান। বিরতির পর ২৩৪ রানের লক্ষ্য তাড়া করতে মাঠ নামবে বিসিবি একাদশ।
আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৬৯ করেন হাসমতুল্লাহ শহিদি।
অপরদিকে দুর্দান্ত বোলিং করে বিসিবি একাদশ। সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন আলাউদ্দিন বাবু। ৮.২ ওভারে মেডেন দেন দুই ওভার।
মেহেদী হাসান মিরাজ শিকার করেচেন ৩টি উইকেট।
৭ ওভার করে আবু হায়দার রনি দিয়েছেন মাত্র ২২ রান। উইকেট তুলেছেন একটি আর মেডেন ওভার দুটি।
শুভাশিষ রায় ৯ ওভার বল করেছেন। উইকেট শিকার করেছেন দুটি। মেডেন ওভার ২টি।