শীর্ষরিপো্র্ট ডটকম । ১২ মার্চ ২০১৭
আজ রোববার শুরু হচ্ছে ১৪ দেশের পুলিশপ্রধানদের নিয়ে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সকাল ১০টায় রাজধানীর হোটেল প্যান প্যাসেফিক সোনারগাঁওতে সম্মেলনটির উদ্বোধন করবেন ।
‘চিফ অব পুলিশ কনফারেন্স অব সাউথ এশিয়া অ্যান্ড নেইবারিং কান্ট্রিস অন রিজিওনাল কো-অপারেশন ইন কার্ভিং ভায়োলেন্ট এক্সট্রিমিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম’ শীর্ষক এই সম্মেলনের উদ্বোধনী পর্বে ইন্টারপোল মহাসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক প্রমুখ বক্তব্য দেবেন। তিন দিনের এই সম্মেলন মঙ্গলবার শেষ হবে।