আজ স্পিকারের সাথে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ৭  জানুয়ারি  ২০১৭

আজ স্পিকারের সাথে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত

আজ স্পিকারের সাথে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এর রাষ্ট্রদূত ড. সাঈদ বিন হাজাব আল শেহী সাক্ষাৎ করেছেন।

আজ মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত এই সাক্ষাৎ অনুষ্ঠানে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর এসেম্বলি নিয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, আগামী ১ থেকে ৫ এপ্রিল ঢাকায় ইন্টার পার্লামেন্টরী ইউনিয়ন (আইপিইউ)-এর ১৩৬তম এসেম্বলি অনুষ্ঠিত হবে। আইপিইউভুক্ত দেশের স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ সদস্য ও অন্যান্য প্রতিনিধিসহ প্রায় ১ হাজার ৩শ’ প্রতিনিধি এ এসেম্বলিতে অংশগ্রহণ করবেন।

তিনি বলেন, এসেম্বলি আয়োজন সংলগ্ন স্থানে বাংলাদেশে উৎপাদিত পণ্য সামগ্রীর আকর্ষণীয় মেলার আয়োজন থাকবে। এসেম্বলিতে আগত প্রতিনিধিগণ এ মেলা থেকে বাংলাদেশের ঐতিহ্যবাহী পণ্য সামগ্রী ক্রয় ও এর সাথে পরিচিতি হওয়ার সুযোগ পাবেন।

রাষ্ট্রদূত আসন্ন আইপিইউ সম্মেলনে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)-এর পার্লামন্টের স্পিকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এসেম্বলিতে অংশগ্রহণ করবেন বলে স্পিকারকে অবহিত করেন।

 

Related posts