আজ শেখ ফজিলাতুন্নেছার ৮৬তম জন্মবার্ষিকী

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ৮ আগস্ট ২০১৬

আজ শেখ ফজিলাতুন্নেছার ৮৬তম জন্মবার্ষিকী

আজ শেখ ফজিলাতুন্নেছার ৮৬তম জন্মবার্ষিকী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাঙালির সকল লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণাদাত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৬তম জন্মবার্ষিকী আজ সোমবার।

বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে ছায়ার মতো থেকে প্রতিটি রাজনৈতিক কর্মকাণ্ডে অফুরান প্রেরণার উৎস হয়েছিলেন বেগম মুজিব। বাঙালি জাতির মুক্তি সনদ ছয় দফা ঘোষণার পর বঙ্গবন্ধু যখন বার বার বন্দি হয়েছিলেন, তখন দলের সর্বস্তরের নেতা-কর্মীরা তার কাছে ছুটে আসতেন। সে সময় তিনি নেতাকর্মীদের বঙ্গবন্ধুর বিভিন্ন দিক-নির্দেশনা পৌঁছে দিতেন এবং লড়াই-সংগ্রাম চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাতেন।

এই মহীয়সী নারী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুর সঙ্গে সপরিবারে নির্মমভাবে শহীদ হন।

দিবসটি উপলক্ষে নানা আয়োজন করেছে আওয়ামী লীগ।

 

Related posts