শীর্ষরিপো্র্ট ডটকম । ৩ জানুয়ারি ২০১৭
শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি চলাচল পাঁচ ঘন্টা বন্ধ থাকার পর আজ শুক্রবার সকাল ৯টায় চালু হয়েছে।
এর আগে ভোর ৪টা থেকে ঘন কুয়াশার কারণে দেশের প্রধান ফেরি সার্ভিসটি বন্ধ হয়ে যায়। এই সময় ধরে মাঝ পদ্মায় ৮টি ফেরি নোঙ্গর করতে বাধ্য হয়। ফেরিগুলো গন্তব্যে রওনা হয়েছে।
বিআইডব্লিউটিসির ম্যানেজার আব্দুস সালাম এবং গিয়াসউদ্দিন পাটোয়ারী দু’পাড়ের চিত্র বর্ণণা করে জানান, আকস্মিক কুয়াশার চাঁদরে সব ঢাকা পড়ে যায়। বয়া, বাতি কিছুই দেখা যাচ্ছিল না। তাই ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। তবে এখন স্বাভাবিক চলাচল করছে।